সোনাগাজী প্রতিনিধি:-
মুজিববর্ষ উপলক্ষে সোনাগাজী প্রেসক্লাব আয়োজিত কুইজে অংশ নিলো চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী ও দাসেরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ৫ই ফেব্রুয়ারী বুধবার সকালে উক্ত কুইজের উদ্বোধন করেন- সোনাগাজী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও চর দরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো।
উদ্বোধনী বক্তব্যে নুরুল ইসলাম ভুট্টো বলেন- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানার মাধ্যমে বাংলাদেশ ও বাংলাদেশের ইতিহাস জানা যাবে। কারন বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ’র সভাপতিত্ব ও দপ্তর সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাঈন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- সোনাগাজী প্রেসক্লাবের সাধারন সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ, যুগ্ন সাধারণ সম্পাদক বাহার উল্লাহ বাহার, চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবদীন, দাসেরহাট আর আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ আহম্মদ প্রমুখ।