ফরহাদ হোসেন জনি,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ
বিরোধী ওপেন হাউজ’ডে ও মতবিনিময় সভা হয়েছে। বুধবার বেলা ১১
টার দিকে শ্রীনগর থানা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথির ব্যক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার আব্দুল
মোমেন (পিপিএম)।
শ্রীনগর থানা পুলিশের আয়োজনে সভাপতিত্ব করেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এএসপি
(শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, শ্রীনগর উপজেলা পরিষদের
চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার , উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইকবাল
হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক শেখ মো. আলমগীর, বীর মুক্তিযোদ্ধা
আব্দুল লতিফ, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম,
বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান হাজী সেলিম হোসেন তালুকদার,
হাঁসাড়া ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান খাঁন, ষোলঘর ইউপি
আলহাজ আজিজুল ইসলাম, তন্তর ইউপি চেয়ারম্যান মো. জাকির
হোসেন, বীরতাঁরা ইউপি চেয়ারম্যান মো. আজিম হোসেন খাঁন,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার,
সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খাঁন মুন প্রমুখ। এসময় বিভিন্ন
ইউনিয়নের ওয়ার্ড সদস্যবৃন্দ, থানা পুলিশের সদস্যবৃন্দ ও গণ্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।