গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:-
মুজিববর্ষ উপলক্ষে সোনাগাজী প্রেসক্লাব আয়োজিত বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো কুইজ প্রতিযোগিতায় অংশ নিলো সোনাগাজী সরকারি কলেজের শিক্ষার্থীরা। শনিবার সকালে কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কুইজের উদ্বোধন করেন- সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন আহমেদ চৌধূরী।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে সোনাগাজী প্রেসক্লাব আয়োজিত কুইজে সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা সঠিক ইতিহাসের মুখোমূখি হবে। তিনি আরো বলেন, এ অসাধারন উদ্যোগের জন্য সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির আহমেদ ও সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।
সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গাজী মোহাম্মদ হানিফের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- প্রফেসর মুহাম্মদ কালিমুল্লাহ, আমান উল্লাহ মজুমদার, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবদুল্লাহ রিয়েল, সাধারন সম্পাদক ইকবাল হোসাঈন, প্রেসক্লাবের প্রচার সম্পাদক আবদুর রহিম, নির্বাহী সদস্য আফতাব হোসেন মমিন ভূঁঞা, গিয়াস উদ্দিন আল মামুন, সোনাগাজী কলেজ ছাত্রলীগ সভাপতি নেয়ামত উল্লাহ প্রমূখ।
এইসময় সোনাগাজী সরকারি কলেজের প্রায় ৫শতাধিক শিক্ষার্থী এই কুইজে অংশ গ্রহণ করেন।