ঢাকাবৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
majedur
জানুয়ারি ৩০, ২০২০ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:-

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সোনাগাজী উপজেলা ও পৌরসভা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০ ইং, আগামী ৭ই ফেব্রুয়ারী শুক্রবার সকালে সোনাগাজী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সম্মেলনের বিষয়ে অবহিত করণ ও সার্বিক প্রস্তুতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমেদের সভাপতিত্ব ও ঐক্য পরিষদের সোনাগাজী উপজেলা শাখার আহ্বায়ক মাস্টার সুনীল চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঐক্য পরিষদের ফেনী জেলা সভাপতি শুকদেব নাথ তপন।
বক্তব্য রাখেন- ঐক্য পরিষদের সোনাগাজী উপজেলা শাখার সদস্য সচিব শ্রী জগবন্ধু দেবনাথ, সোনাগাজী পৌর শাখার আহ্বায়ক ডাঃ শুকলাল দেবনাথ, সদস্য সচিব ডাঃ গৌরাঙ্গ ভৌমিক, এডভোকেট মানিক চন্দ্র শর্মা প্রমূখ।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শুকদেব নাথ তপন বলেন- সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা সহ গুরুত্বপূর্ণ বিষয় সমূহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিনিধিত্ব করে থাকে। সারাদেশ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এই সংগঠনের শাখা কমিটি সক্রিয় রয়েছে। পুজা উদযাপন পরিষদ সহ ধর্মীয় সংখ্যালঘু অন্যান্য সংগঠনের সাথে কোন বিরোধ নেই।

শুকদেব নাথ তপন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আসন্ন সোনাগাজী উপজেলা ও পৌরসভা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে সংখ্যালঘু সম্প্রদায়ের সকলের ও সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Don`t copy text!