ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকারঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিষিদ্ধ পলিথিন বিক্রী বন্ধে নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম বাজারে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে নিষিদ্ধ পলিথিন বিক্রীর দায়ে ভ্রাম্যমান আদালতে মুদি ব্যবসায়ী রফিকুল ইসলাম (২৪) ও মো. ফারুক মিয়া (৩৫) উভয়কে ২০ হাজার টাকা করে এবং বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আরিফ মিয়া (২৫)কে ৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়। উক্ত ব্যবসায়ীরা আর কোন দিন সরকারের নিষিদ্ধ যেকোন পণ্য বিক্রী করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হন। এসময় নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার সহ সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন। পরে জ্বালানী তৈল ডিজেলের ক্রাইসিসের বিষয় তদন্ত করতে নান্দাইল চৌরাস্তা পেট্টোল পাম্প পরিদর্শন করেন।