বিশেষ প্রতিনিধি:
মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকাল ৪ টায় মেধা যাচাই ও প্রতিভা অন্বেষণে সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠান ছাগলনাইয়া উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বৃত্তির পৃষ্ঠপোষক সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি. প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল. বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ওয়াজিকো ইন্টারন্যাশনাল লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবদুল কাদির ভূঁইয়া বাবু, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হোসাইন আহাম্মদ ভূঁঞা, ছাগলনাইয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা রুহুল আমিন, খেলাফত আন্দোলন কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য মাওলানা আনোয়ার উল্যাহ ভূঁঞা, ফেনী জেলা জাসদ সভাপতি কাজী আবদুল বারী, উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক সিরাজউদ্দৌলা পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভূঁঞা, ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ, ফেনী জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ কামাল, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোস্তফা, সাবেক সভাপতি মুহাম্মদ আবুল হাসান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর কবির ভূঁঞা, রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুর রউফ ভূঁঞা, ছাগলনাইয়া উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনুছ.ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র রায়. মুক্তিযোদ্ধা আবদুল হাই, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা নেছার উদ্দিন ছোটন, পৌর কাউন্সিলর আলেয়া বেগম মঞ্জু, সাহেনা আক্তার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাস্টার ইকবাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন. আগত অথিতিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সাটিফিকেট, জ্যামিতি বক্স ও প্রাইজবন্ডের অর্থ তুলে দেন । প্রসঙ্গত, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন তার ব্যক্তিগত উদ্যোগে এলাকায় শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্য ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি পরীক্ষার আয়োজন করেন ।