মো: মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়ার অন্যতম শিশু বিদ্যাপীঠ পালাখাল ফাতেমা আইডিয়াল একাডেমীতে শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ ও নব নির্বাচিত পল্লী বিদ্যুৎ কচুয়া উত্তর ৪এর এরিয়া পরিচালক ডা: গুরুপদ চন্দ্র দে জুয়েলকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার একাডেমীর অধ্যক্ষ মো: কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি ডা: গুরুপদ চন্দ্র দে জুয়েল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশুরাই দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবে। তাই শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক গড়ে তুলতে মায়েদের ভূমিকা অপরিসীম। তিনি আরো বলেন, আমাকে কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ৪এর এরিয়া পরিচালক পদে নির্বাচিত করায় এলাকাবাসীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। পল্লী বিদ্যুতের যেকোনো সমস্যা আমার সহযোগিতা চাইলে নি:স্বার্থে কাজ করার চেষ্টা করব। এসময় তিনি ফাতেমা আইডিয়াল একাডেমীর কোমলমতি শিক্ষার্থীদের মায়েদের বসার জন্য একটি কমন রুম নির্মানের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একাডেমীর পরিচালক মাহবুব আলম,ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু প্রমুখ। এসময় একাডেমীর শিক্ষক,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কচুয়া : কচুয়ায় নব নির্বাচিত পল্লী বিদ্যুৎ এরিয়া পরিচালক ডা: গুরুপদ চন্দ্র দে জুয়েলকে সংবর্ধনা সভায় ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন নেতৃবৃন্দ।