মো: মাসুদ রানা,কচুয়াঃ
কচুয়া উপজেলার এতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: ইমাম হোসেন সোহাগের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় বিদায়ী দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাজুলীয়া দরবার শরীফের পীর সাহেব আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলী,প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী,কলেজের সহকারী অধ্যাপক ফানাউল্যাহ,ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য সফিউল খান,অভিভাবক সদস্য ইয়ার আহমেদ মজুমদার প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন, রুহুল্লাহ শাজুলী। এসময় বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।