গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:-
বিদ্যালয়ে ঝরে পড়া রোধে কর্মদক্ষতা সহ প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ (সমাজকর্মী) বিদ্যোৎসাহী মনোনীত হয়েছেন। প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. সুলতান মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে তাকে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মনোনীত করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য নাম প্রেরণ করা হয়েছে।
আজিজুল হক হিরণ ফেনী জেলার সোনাগাজী উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়নের চরসোনাপুর গ্রামের মিয়া বাড়ির মৃত এজাজুল হকের সন্তান। তিনি সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন।
সামাজিকভাবেও আজিজুল হক হিরণ অনেকগুলো দায়িত্ব পালন করেন। সুনাম ও নিষ্ঠার সাথে বর্তমানে তিনি সোনাপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য দায়িত্ব পালন করেছেন। সোনাপুর হাজী এম.এস. হক উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে রয়েছেন। এ ছাড়াও সোনাপুর এজাজিয়া ফোরকানিয়া মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে কাজ করছেন।
বিদ্যোৎসাহী হিসেবে রয়েছে তার বেশ সুনাম। ২ বছর আগে সোনাগাজী মোহাম্মদ ছাবের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিদ্যোৎসাহী নির্বাচিত হন, পরবর্তীতে মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় স্কুল ব্যবস্থাপনায় বিদ্যোৎসাহী নির্বাচিত হন। এ ছাড়াও অনেকগুলো প্রতিষ্ঠানের দাতা সদস্য হিসেবে রয়েছেন, তার মধ্যে মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় স্কুল, উপদেষ্টা হিসেবে রয়েছেন শাহাপুর আবু হুরায়রা ইসলামিয়া দাখিল মাদরাসার ব্যবস্থাপনা কমিটিতে।
কাজের স্বীকৃতিস্বরুপ ২০১৪ সালে সোনাগাজী উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচিত হোন। দুইবার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হন। ২০১৮ সালে সোনাগাজী উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হোন। এর পরপরই ফেনী জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সদস্য হন।