মোঃ মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার দিনাজপুর।।দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ বলেছেন, কুষ্ঠ রোগের আক্রান্ত ব্যক্তিরাও সমাজের স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারে এবং সমাজে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার অধিকার রাখে।
সকল সংক্রামক ব্যাধির মধ্যে কুষ্ঠ সবচেয়ে কম সংক্রামক। এ রোগের লক্ষণ হলো চামড়ায় অবশ, হালকা রংয়ের দাগ, দাগগুলো চুলকানি বিহীন ও সেখানে ঘাম হয় না। হাতে বা পায়ে সংবেদনশীলতা অনুভূতি হ্রাস পাওয়া যায়। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য হাসপাতালের কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে এ রোগের চিকিৎসা পাওয়া যায়।
” প্রতিবন্ধিতা ও বৈষম্যহীন স্বদেশ, কুষ্ঠমুক্ত হোক আমাদের বাংলাদেশ ” এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ জানুয়ারি রোববার সিভিল সার্জন কার্যালয় আয়োজিত বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।
আলোচক হিসেবে আলোচনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ নজমুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মো. আরজ উল্লাহ, লেপ্র-বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মো. আনোয়ার হোসেন, যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারি জুলফিকার আলী।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার মো. আব্দুর রাজ্জাক। র্যালীতে ও আলোচনা সভায় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নার্স, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
সাংবাদিক ডোফুরাঃ
০১৭৪০ ৮১৯২০৮
০১৯৭০ ৮১৯২০৮