সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়া উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ও সদস্য সচিব এইচ এম মাসুম বিল্লাহ ভুঁইয়া’র সৌজন্য ছাগলনাইয়া বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পরিচিতি সভা শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা আ’লীগের কার্য্যলয় অনুষ্ঠিত হয়। উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র সভাপতি মোঃ কাউসার বিএ’র সভাপতিত্বে ও মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার. বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশন’র যুগ্ন আহবায়ক রেজাউল করিম চৌধুরী, সহসদস্য সচিব আবু সাঈদ পাটোয়ারি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র সদস্য আরমিনা ফেরদৌস, ফখরুল ইসলাম, মাস্টার জাকির মজুমদার, আবদুর রুপ, সোহরাব হোসেন, শাহদাত ভুঁইয়া, রুবেল পাটোয়ারি। জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র ভারপ্রাপ্ত সভাপতি কাজী সালাউদ্দিন নোমান’র উদ্ভোধণী মধ্য দিয়ে অনুষ্ঠান’র কার্যক্রম শুরু হয়।
সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্মৃতিচারণ করে তাঁর আত্মজীবনি তুলে ধরেন এবং যাতে কোন ভাবে জামায়াত বিএনপি’র কোন লোক অনুপ্রবেশ করতে না পারে সেদিকে কঠোরভাবে সজাগ থাকার আহবান জানান।
এতে আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাব’র সভাপতি মোঃ মোস্তফা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি শাহ আলম, সাবেক সভাপতি মোঃ আবুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, মোহনা টিভি’র সাংবাদিক নিজাম উদ্দিন সজিব, দৈনিক বাংলার অধিকার ও দৈনিক স্বদেশ বিচিত্রা ছাগলনাইয়া প্রতিনিধি সেপাল নাথ সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে কেক কেটে বঙ্গবন্ধু ফাউন্ডেশন প্রতিষ্ঠাবার্ষিকী ও পরিচিতি সভায় সকল সদস্যরা এক মিলন মেলায় পরিনত হয়।