সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
মুজিববর্ষ উপলক্ষ্যে ফেনী জেলার সোনাগাজী প্রেসক্লাবের আয়োজনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা (বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো) শুভ উদ্বোধন হয়েছে। বৃহষ্পতিবার (২৩শে জানুয়ারি) সকাল ১১টায় সোনাগাজী পৌর শহরের এনায়েত উল্লাহ্ মহিলা কলেজে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার এ অসাধারণ উদ্যোগ নেয়ায় সোনাগাজী প্রেসক্লাব নেতৃবৃন্দকে স্বাগত জানাই। তিনি আরও বলেন, ইতিহাস বিকৃতির শিকার তরুন প্রজন্ম এ আয়োজনে সম্পৃক্ত হলে সকল প্রকার ভ্রান্ত ধারনা দূর হবে।
উদ্বোধনী বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহি অফিসার অজিত দেব। উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব বলেন, মুজিববর্ষের সকল আয়োজনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা দরকার।
সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রভাষক জোবেদা নাহার মিলি, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ও কলামিস্ট ডা. শুকলাল দেবনাথ,
সোনাগাজী আল হেলাল একাডেমির প্রধান শিক্ষক আবদুল হক, সোনাগাজী সিটি স্কুলের প্রধান শিক্ষক আকবর হোসেন, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বাহার উল্লাহ বাহার, প্রচার সম্পাদক আবদুর রহিম, নির্বাহী সদস্য আফতাব হোসেন মমিন ভূঁঞা, নুরুল করিম সাইফুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন প্রমূখ।
উদ্বোধনের পর এনায়েত উল্লাহ কলেজ, আল হেলাল একাডেমি ও সোনাগাজী সিটি স্কুলের সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার প্রশ্নপত্র গুলো বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সোনাগাজী উপজেলার সকল বিদ্যালয়ে প্রশ্নগুলো বিতরণ করা হবে।