সোহেল চৌধুরী রানা, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ২টি গাঁজার গাছ সহ শরিফুল ইসলাম (২৮) নামে এক গাঁজা চাষীকে আটক করেছে থানা পুলিশ। গাঁজাচাষী শরিফুল উপজেলার মরাপুকুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই গাঁজা চাষী শরিফুল নিজ শয়ন ঘরের পিছনে যত্ন সহকারে তার গাঁজার গাছ লাগিয়ে প্রতিনিয়ত পরিচর্যা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে এসআই ফারুক ও এসআই নয়ন কুমার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সাড়ে একটি ১০ ফুট উচ্চতার ৮০০ গ্রাম ওজনের আরেকটি সাড়ে ৬ ফুট উচ্চতার ১৫০ গ্রাম ওজনের ২টি গাঁজার গাছ সহ ওই গাঁজাচাষীকে আটক করে।
সাপাহার থানার অফিসার ইসচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে জেলা আদালতে পাঠানো হয়েছে।