মো: মাসুদ রানা,কচুয়া ॥
অসহায় ও দুস্থ মানুষের সেবায় এগিয়ে এসেছেন চাঁদপুরের কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির। কখনো বেতনের আংশিক অর্থ দিয়ে ভিক্ষুকের কর্মসংস্থান, অসহায় নারীদের সেলাই মেশিন কিনে দেয়া কিংবা স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই-খাতা ও গাছের চারা বিতরণসহ এসব সামাজিক কাজের মাধ্যমে অনেকের জীবনে স্বচ্ছলতা ফিরিয়ে রীতিমতো হয়ে উঠেছেন মানবতার ফেরিওয়ালা।
কচুয়া উপজেলার কোয়া গ্রামের মজিবুল খানের ছেলে কামাল খান ২০বছর ধরে মানসিক ভারসাম্যহীন ভাবে চলাফেরা করত। মাথায় লম্বা চুল,গোফ সহ তাকে দেখা যেত অভিন্ন মানুষ। মানবতার ফেরিওয়ালা শাহজাহান শিশির তাকে কাছে এনে পরিস্কার পরিচ্ছন্ন করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে। মঙ্গলবার কামাল খানের মাথার চুল,গোফসহ নাপিতের মাধ্যেমে ছাটাই করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির নিজে তাকে শার্ট পড়িয়ে দেন। এভাবে তিনি সাধারন,পঙ্গু,ভিক্ষুক, মানসিক ভারসাম্যহীন ও শীতার্তদের পাশে দাড়ান। তার এমন মানবতা সাধারন মানুষের নজর কেড়েছে। এতে করে সাধারন মানুষের কাছে তার গ্রহনযোগ্য বেড়েছে।