স্বপন কুমার রায়, খুলনার জেলা প্রতিনিধিঃ
বৃটিশ সেনাবাহিনীর অধীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অংশ গ্রহণকারী এদেশের সন্তান এমন ১২ প্রাক্তন সৈনিকের প্রতিনিধির হাতে বৃটেন হতে প্রদত্ত ভাতার অর্থ হস্তান্তর অনুষ্ঠান আজ (সোমবার) দুপুরে খুলনা জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর (অব:) পঙ্কজ মল্লিক এ অর্থ হস্তান্তর করেন।
খুলনা জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের অধীন খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় দ্বিতীয় বিশ^যুদ্ধে অংশগ্রহণকারী একজন জীবিত সৈনিক ও ১১ জন মৃত সৈনিকের স্ত্রী জীবিত আছেন। একমাত্র জীবিত সৈনিক সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল গ্রামের সার্জেন্ট শেখ আবুল হোসেন। বছরে কয়েকবার ভাতা প্রদানের অংশ হিসেবে এই কিস্তিতে প্রত্যেক সৈনিকের অনুকূলে ১৪ হাজার পাঁচশত করে মোট এক লাখ ৭৪ হাজার টাকা বিতরণ করা হয়। আগামীতেও এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভাতা প্রদানসহ অন্যান্য সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়। ( তথ্য
বিবরনী পিআইডি খুলনা)।