ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকারঃ
নান্দাইল পৌরসভার ০১ নং ওয়ার্ডের একটি রাস্তা দীর্ঘ দিন ধরে চলাচলের অনুপোযোগী যা কাটলিপাড়া গ্রামের ডিমের ঘাট থেকে শুরু করে মাথার বাড়ি পর্যন্ত।
যে রাস্তা দিয়ে দৈনিক শতশত মানুষ চলা ফেরা করে।
কিন্তু মেরামত করার মত নেই কোন নির্বাচিত প্রতিনিধি।
২০১৭ সালের ডিসেম্বর মাসে ও ২০১৯ সালের ০১ জানুয়ারীতে এরাস্তাটি মেরামত করেছিল কাটলিপাড়া গ্রামের কয়েক জন যুবক।
কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্তও এই রাস্তাটি সংস্করনের কাজে কোন নির্বাচিত প্রতিনিধি কোন হস্তক্ষেপ গ্রহণ করেনি।
এটি একটি জনবহুল রাস্তা যা কাটলি পাড়া ডিমের ঘাট থেকে শুরু করে মাথারবাড়ি হয়ে পুতলাকান্দা গ্রামের সাথে একত্রিত হয়েছেএবং কাটলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন দিয়ে খালপাড় হয়ে সংযুক্ত হয়েছে রসুলপুর গ্রামের সাথে।
তিন গ্রামের মানুষ চলাচল করে এমন একটি রাস্তা যা ১৯৯৭ সালে পৌরসভা স্থাপিত হওয়ার পরে পৌর নির্বাচনে পর হয়েছিল কাচা রাস্তা ইটের চলিং।
২০০৪ বা ২০০৫ দিকে ইটের চলিং রাস্তা হলো ডালাই।
এই রাস্তাটি চলাচলে উপযোগী ছিল ২০১৫ সাল পর্যন্ত তার রাস্তটি চলাচলের অনুপযোগী হয়ে পরে।
পরে কাটলিপাড়া গ্রামের কয়েক জন যুবক মিলে মেরামত করে রাস্তাটি।
আবার তৃতীয় বারের মতো পশু চিকিৎসক ফরিদ মিয়ার নেতৃত্বে ফারুক মিয়া, নাজমুল আলম রাজিব, বেরজিন আহম্মদ বিজয়,হারন অর রশিদ, আমিনুল ইসলাম ও মানিক আকন্দ কে নিয়ে আবারো রাস্তাটি মেরামত করে ফরিদ মিয়া।
ফরিদ সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশের সকল জায়গায় উন্নয়নের হাওয়া লাগলে ও লাগেনি নান্দাইল পৌরসভা ০১ নং ওয়ার্ডের কাটলিপাড়া গ্রামের রাস্তা ঘাটে। ফরিদ মিয়া আরো বলেন এটি এমন একটি রাস্তা যা দিয়ে যদি কোন অসুস্হ রোগী বা গর্ভবতী মাকে নেয়া হয় তাহলে স হওয়ার আগেই ডেলিভারি হয়ে যাবে।।
সাধারণ মানুষের কষ্ট দেখে না পেরে ফরিদ মিয়া রাস্তাটি মেরামত করে।
এলাকা বাসবাসির দাবী রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।