রোকোনুজ জামান রকি, বগুড়া জেলা প্রতিনিধিঃ
জাতীয় সংসদের ৩৬ (বগুড়া-১ সারিয়াকান্দি- সোনাতলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান (৬৭) আর নেই। বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার (১৮ জানুয়ারী) সকাল ৮টার দিকে ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে তিনি অসুস্থ বোধ করলে তাকে ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে নেয়া হয় এরপর তাকে লাইফ সার্পোটে রাখা হয়।
তিনি বগুড়া-১ আসন থেকে তিনবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী নেয়া আব্দুল মান্নান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিপি ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন।
তিনি ২০০২ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর তিনি প্রথমবারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে দ্বিতীয় ও তৃতীয় বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ব্যক্তিজীবনে সাংসদ আব্দুল মান্নান স্ত্রী ও এক ছেলে এক মেয়ের জনক।
রোকোনুজ জামান রকি
বগুড়া জেলা প্রতিনিধি
মোবাঃ০১৭৭৯৭৯২০৯৪