গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:-
অপরিকল্পিত খাল খননের কারণে সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া ইউনিয়নে ৩নং ওয়ার্ডের লালমিয়া চৌকিদার বাড়ীর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মরহুম আবদুশ শুক্কুরের বিধবা স্ত্রী রুছিয়া বেগমের জরাজীর্ণ কুঁড়েঘর তলিয়ে যাচ্ছে খালের পেটে! ছোট ২ছেলে ১মেয়েকে নিয়ে দারিদ্র্যের সাথে লড়াই করেও মানবেতর জীবনযাপন করছেন বিধবা রুছিয়া বেগম।
চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ র নিকট সন্তানাদি নিয়ে মাথা গোঁজার জন্য একটি ঘর পাওয়ার আকুল আবেদন করেছেন গরীব অসহায় হতদরিদ্র রুছিয়া বেগম।