মোঃ মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার, দিনাজপুরঃ
” অগ্রগামী ফাউন্ডেশন ” এর আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ” অগ্রগামী শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড – ২০১৯ । ”
৩ জানুয়ারি, ২০২০ শুক্রবার ঢাকাস্হ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে ” অগ্রগামী শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড – ২০১৯ ।” অনুষ্ঠানে দিনাজপুর কোতয়ালী থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. বজলুর রশীদ কে ” আইন শৃঙ্খলা রক্ষায় ” বিশেষ অবদানের জন্য ” অগ্রগামী ফাউন্ডেশন ” এর পরিচালক ড. মো. খলিলুর রহমান স্বাক্ষরিত সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য যে, ” মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ০৭ জানুয়ারি, ২০২০ মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ” পুলিশ সপ্তাহ-২০২০ ” তে জঙ্গি দমন, মাদক নির্মূল, চোরাচালান রোধ সহ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ দিনাজপুর কোতয়ালী থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. বজলুর রশীদ কে ২য় বারের মতো ” আইজিপি ব্যাজ ” পরিয়ে দেন বাংলাদেশ পুলিশের প্রধান ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম, পিপিএম (বার)।
এর আগে দিনাজপুর কোতয়ালী থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. বজলুর রশীদ কে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ” পুলিশ সপ্তাহ-২০১৭ ” তে জঙ্গি দমন, মাদক নির্মূল, চোরাচালান রোধ সহ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে প্রথম ” আইজিপি ব্যাজ ” পরিয়ে দেন তৎকালীন বাংলাদেশ পুলিশের প্রধান এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম (বার)।
সাংবাদিক ডোফুরাঃ
০১৭৪০ ৮১৯২০৮
০১৯৭০ ৮১৯২০৮