ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর কোতয়ালী থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. বজলুর রশীদ কে ” অগ্রগামী শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড – ২০১৯ ” প্রদান- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১৭, ২০২০ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার, দিনাজপুরঃ

” অগ্রগামী ফাউন্ডেশন ” এর আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ” অগ্রগামী শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড – ২০১৯ । ”

৩ জানুয়ারি, ২০২০ শুক্রবার ঢাকাস্হ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে ” অগ্রগামী শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড – ২০১৯ ।” অনুষ্ঠানে দিনাজপুর কোতয়ালী থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. বজলুর রশীদ কে ” আইন শৃঙ্খলা রক্ষায় ” বিশেষ অবদানের জন্য ” অগ্রগামী ফাউন্ডেশন ” এর পরিচালক ড. মো. খলিলুর রহমান স্বাক্ষরিত সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য যে, ” মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ০৭ জানুয়ারি, ২০২০ মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্‌স মাঠে ” পুলিশ সপ্তাহ-২০২০ ” তে জঙ্গি দমন, মাদক নির্মূল, চোরাচালান রোধ সহ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ দিনাজপুর কোতয়ালী থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. বজলুর রশীদ কে ২য় বারের মতো ” আইজিপি ব্যাজ ” পরিয়ে দেন বাংলাদেশ পুলিশের প্রধান ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম, পিপিএম (বার)।

এর আগে দিনাজপুর কোতয়ালী থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. বজলুর রশীদ কে রাজারবাগ পুলিশ লাইন্‌স মাঠে ” পুলিশ সপ্তাহ-২০১৭ ” তে জঙ্গি দমন, মাদক নির্মূল, চোরাচালান রোধ সহ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে প্রথম ” আইজিপি ব্যাজ ” পরিয়ে দেন তৎকালীন বাংলাদেশ পুলিশের প্রধান এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম (বার)।

সাংবাদিক ডোফুরাঃ
০১৭৪০ ৮১৯২০৮
০১৯৭০ ৮১৯২০৮

Don`t copy text!