সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: ছাগলনাইয়া পৌরসভাধীন দক্ষিন সতর মাস্টার পাড়া নামক স্থানে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া।
এই সময় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে বালু ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর আইনের আওয়াতায় মোঃ কালা মিয়া নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এই সময় উপস্থিত সকলের উদ্দেশ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধভাবে কেউ যদি মাটি ও বালু উত্তোলন করার চেষ্টা করা হয় ও পরিবেশের ভারসাম্য নস্ট করেন তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।