মো: মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে এলজিএসপি-৩ এর আওতায় রাস্তা কাজের সিসিকরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের দহুলিয়া ও মেঘদাইর গ্রামে রাস্তা কাজের সিসিকরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ। দহুলিয়া আতাউল্যাহ শাজুলীর বাড়ি ও মেঘদাইর মজুমদার বাড়িতে রাস্তার সিসিকরণ করা হয়। এসময় উদ্বোধন অনুষ্ঠানে শাজুলীয়া দরবার শরীফের পীর সাহেব রুহুল্লাহ শাজুলী,আতাউল্যাহ শাজুলী, ঠিকাদার শাহজালাল ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।