সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ছাগলনাইয়া স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার এবং সেই সাথে দুই দিন ব্যাপি প্রদর্শনী শুরু হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায়, ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক মোঃ ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী, পৌর মেয়র এম. মোস্তফা, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আখতার শিল্পী, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, উপজেলা পরিষদ’র সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন. শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি জেলা প্রসাশক মোঃ ওয়াহিদুজ্জামান উপজেলা পরিষদ চত্বরে ২দিন ব্যাপি স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনীর উদ্ভোধন করেন। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৭ টি ষ্টল স্থান পায়।
উক্ত সেমিনারে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ’র ঢাকা থেকে আগত অতিথি প্রজেক্টের মাধ্যমে বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সাদেকুল আজম’র বায়োগ্যাস প্রযুক্তি, সৈয়দ শাফকাত মাহমুদ’র উন্নত চুলা, গোলাম মোস্তফা’র দীর্ঘস্থায়ী ট্রিটেড বাঁশ, শাহদাত হোসেন’র পানি বিশুদ্ধকরণ ফিল্টার ও মোঃ মহিউদ্দিন’র (রিসার্চ কেমিস্ট) সুষম খাদ্য স্পিরুলীনা উপস্থাপন করেন।