ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মাস্টার আবদুল হালিম চৌধুরী, নেছার উদ্দিন ভুইয়া ও ওবায়দুল হক’র অবসরজনিত কারনে বিদায় সংবর্ধনা প্রদান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে অত্যন্ত জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম। প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম আফছার’র সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। প্রধান অতিথির বক্তব্যে সোহেল চৌধুরী বলেন, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ইতিপূর্বে যেসকল শিক্ষক মন্ডলী অবসর জনিত কারনে বিদায় নিয়েছেন তাদের সম্মান জানিয়ে পূর্বের কমিটি একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন কেনো করতে পারেনি তা জানিনা। আমি শিখেছি, যে সমাজে গুনি ব্যক্তির কদর করা হয়না সেখানে গুনিজন জন্ম নেয়না। মাতা-পিতার পরেই আমাদের অভিভাবক হলেন আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ। তারা আমাদের দ্বিতীয় অভিভাবকও বটে। সোহেল চৌধুরী বলেন, শিক্ষকদের সম্মান করা আমাদের শুধু দায়িত্ব নয় বরং আমাদের জন্য ফরজ। বিদায়ী শিক্ষদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আজকের এ বিদায় সাময়িক বিদায়। এ বিদ্যালয়ের দরজা আপনাদের জন্য সারাজীবন উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, অভিভাবক সদস্য প্রভাষক মোঃ আবুল হাসান, আলমগীর হোসেন বাবলু, মোঃ শাহ আলম।
সহকারী শিক্ষক মোঃ আতিক উল্যাহ ইউছুফি ও সালম আক্তার’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতি চারণ মুলক বক্তব্য প্রদান করেন, সিনিয়র সহকারী শিক্ষক আনোয়ারা বেগম, আবু তৈয়ব মজুমদার, কার্তিক চন্দ্র সিকদার, সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, শিক্ষার্থী মায়মুনা তাসনীম মিমি। বিদায়ী শিক্ষকদের প্রদেয় মানপত্র পাঠ করেন এসএসসি পরীক্ষার্থী মাহমুদা বিনতে শামীম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ সোহেল, জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জমির উদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, উপজেলা যুবলীগের সহ সভাপতি রহমত উল্যাহ ভুইয়া, জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক সৌরাভ হোসেন তারেক, ছাগলনাইয়া সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হানিফ ভুইয়া, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননি সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে সকলের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক মাওঃ আবুল কালাম ভুইয়া।