সিদ্দিকুর রহমান নয়ন,শাহরাস্তি চাঁদপুর থেকেঃ
বাংলাদেশ উন্মোক্ত বিশ্ববিদ্যালয় শাহরাস্তি সরকারী বহুমূখি উচ্চ বিদ্যালয় শাখার পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
১০ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় হযরত শাহরাস্তি বোগদাদী (রহঃ) এর মাজার শরীফে মিলাদ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
জানা যায়, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মোট ২৪৬ জন শিক্ষার্থী আগামী ২২ জানুয়ারী থেকে পরীক্ষায় অংশ গ্রহন করবে। এদের মধ্যে ১ম বর্ষের ১৫৩ ও ২য় বর্ষে ৯৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিবে।
বিদ্যালয় প্রধান শিক্ষক ও বাউবি’র সমন্ময়কারী মোঃ ঈমাম হোসেনের সভাপতিত্বে টিউটর জাকির হোসেনের সঞ্চালনায় কোর্ আন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়।
সমন্ময়কারী মোঃ ঈমাম হোসেন বলেন, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা থেকে ঝরে যাওয়া শিক্ষার্থীদের শিক্ষা জীবন গড়ে তুলতে যে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তা তোমরা গ্রহন করে নিজ জীবন গড়ে তোলো এবং আগামীর দেশ ও জাতির কল্যানে তা উৎসর্গ করো। এছাড়াও তোমাদের আশেপাশে এভাবে যারা ঝরে পড়ছে কিংবা ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে তোমরা তাদেরকে বাউবি’র মাধ্যমে শিক্ষা গ্রহন করে নিজেদের গড়ে তুলে পরামর্শ দেয়ার জন্য উদ্বাত্ত আহবান জানান তিনি।
উক্ত আলোচনায় সভায় বিদায়ী শিক্ষার্থীরা টিউটরদের কাছ থেকে যথাযথ পাঠ গ্রহনে বিগত দিনের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন। টিউটরগনও তাদের বক্তব্যে শিক্ষার্থীদের আচরনে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় বিভিন্ন অভিভাক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।