নিজস্ব প্রতিবেদক ,
দেশে প্রচন্ড শীতে মানুষ রাতে বাহির হতে চায়না অথচ ভূমিহীন মানুষ গুলো রাস্তার পাশেই রাত কাটাতে হয়। অজস্র শীতে কুয়াশায় মানুষ গুলো কাতরিয়ে রাত কাটায়, কখনো কমলাপুর রেলস্টেশনে, কখনো সদরঘাট, কখনো কারওয়ান বাজার এলাকা সহ ঢাকার নানান এলাকায় ভাসমান মানুষদের বিচিত্র ভাবে রাত কাটাতে দেখা যায়।
কাওরান বাজার রাস্তায় কাজ করা টুকরিতে ঘুলিয়ে রাত কাটায় শীতের, কেহু পলিথিন বা কাটুন মুড়িয়ে আবার কেহু কুকুর জড়িয়ে শুয়ে থাকার বহু ছবি নড়ে পড়ে। যদিও এদের জন্য সরকার থেকে কোন নিদিষ্ট স্থান করে দেয়া হয়নি, তবে মাঝেমধ্যে রাজনৈতিক সংগঠন বা নানান সংগঠনের মাধ্যেমে শীতের কাপড় ও পাতলা কম্বল বিতরণ করা হয় কিন্তু এই সবের সাথে যে মাথার উপর একটু ছাদ ও প্রয়োজন। এইবার তাই করেছে ইয়ামাহা কোম্পানি, নিজেদের তহবিল থেকে ভাসমান মানুষদের জন্য ছোট ছোট কৌশল ঘর করে দিয়েছেন রাজধানীর কিছু সংখ্যক ভাসমান মানুষের মাঝে।
এই কৌশল ঘর যেমনি শীতের দিনের কুয়াশা ঠেকাবে তেমনি সেফটি, মশার কামড় থেকে তেমনি নারী ও শীশুদের যৌন হয়রানি নিরাপদ মূলক।
আমি দৈনিক বাংলার অধিকার এর মাধ্যেম জানাই সরকারি ও বেসরকারি ভাবে ঢাকা সহ বিভিন্ন জেলায় থাকা ভাসমান মানুষদের মাঝে এমন ছোট ছোট কৌশক ঘর প্রদান করার জন্য যাতে রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ রাতের ঘুম ঘুমাতে পারে নিজ এক ছোট কৌশল ঘরে।