মো: মাসুদ রানা,কচুয়াঃ
দিন শেষে যখন মানুষজন কাজ কর্ম ফেলে বাড়ি ফিরে প্রচণ্ড ঠাণ্ডায় ঘরবন্দি, তখন রাতের অন্ধকারে কন কনে শীতকে উপক্ষো করে কম্বল নিয়ে বেরিয়ে পড়েন ৪নং পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ। আর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য সাথে দু’তিনজন সহযোগী বা সহকর্মী নিয়ে কখনো ছিন্নমূল মানুষের পাশে, আবার কখনো সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও গ্রামের পাড়া-মহল্লায় ছুটে যান। সমাজের অসহায়, বিধবা ও স্বামী পরিত্যক্তা অথবা অস্বচ্ছল পরিবারের সদস্যদের জন্য কম্বল নিয়ে দুয়ারে দুয়ারে হাজির হন চাঁদপুরের কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই ইউনিয়নের আইনপুর ও মেঘদাইর গ্রামে ঘরের দুয়ার খুলে হাতে কম্বল পেয়ে বেশ কয়েকজন অসহায় দুঃখী মানুষের মুখে ফুটে খুশির হাসি। ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান অনেকে। সেই সাথে তাকে সাধুবাদ জানায় সুশীল সমাজের লোকজন। এসময় ইউপি সদস্য মামুনুর রশিদ,আওয়ামী লীগ নেতা আশেক এলাহী,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান,উদ্যোক্তা শাহজালাল মিয়াসহ আরো অনেকে।