খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ ( চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২৫ পরিবারের জন্য নেই কোন কবরস্থান। মৃত্যু হলেই অন্যের কবরস্থান অথবা পরিক্ত্যক্ত কোন স্থান, খাল বিলেই দাফন করতে হয় ওই বাড়ির মৃতব্যক্তিদের। এ পরিবারটি হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা গ্রামের আব্বাস মিজি মোল্লা বাড়ির।
এ বাড়িটিতে ২৫ টি পরিবার রয়েছে। এখানে ভোটার সংখ্যা ৮০। রয়েছে ২৫০ জন পুরুষ মহিলা ও শিশু। বৃহস্পতিবার সকালে ১ শ ২০ শতক জমির উপর অবস্থিত ওই বাড়িতে সরজমিনে গিয়ে জানাযায়, এ বাড়ির সবগুলো মানুষই দিনমজুর। কোনরকম ছোটখাট ঘরকরে দিনাতিপাত করছে। ঘর গুলোও জীর্নশির্ন। এ অসহায় পরিবারগুলোর জন্য নেই কোন রাস্তাও। বাড়ির সামনেই জরাজীর্ন পাকা পুল যা ছলাচলের একে বারেই অযোগ্য।
পাশ্ববর্তী বাড়ির মহসিন মোল্লা, জাকির হোসেন বলেন, জন্ম থেকে তাদের কোন কবরস্থান নেই। তাদের বাড়িতে কোন লোক মারা গেলে পাশের বাড়ির লোকজন থেকে জায়গা ভিক্ষা করে কবর দেয়ার ব্যবস্থা করতে হয়। আর তা না হলে পরিত্যক্ত কোন স্থান অর্থাৎ খালপাড় / বিলে করস্থ করতে হয়।
ওই বাড়ির বাসিন্দা ৬৫ বছর বয়সী বৃদ্ধ শাহাজান, ৬৮ বছর বয়সী আবদুল বারেক, রবু মিয়া ও কবির মিয়া কান্না জড়িত কন্ঠে দৈনিক বাংলার অধিকার কে জানান, আমরা মৃত্যু পথের যাত্রী। আমাদের স্থান হবে কোথায়। একটু জায়গার অভাবে আমাদের শেষ ঠিকানা হবেনা। এভাবে কত দিন যাবে! আমরা একটু শেষ ঠিকানা চাই। আমরা সরকারের কাছে এই সহানুভুতিটুকু চাই।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটু বলেন, বিষয়টি আমি জানি। কিন্তু কিছুই করার নেই, তবে আমি উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের জন্য একটা কবস্থানের ব্যবস্থা করতে চেস্টা করব।