সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ছাগলনাইয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে মোটরযান অধ্যাদেশ আইনে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় ছাগলনাইয়া জমদ্দার বাজার সংলগ্ন মোটরযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া।
এ সময় ড্রাইভিং লাইসেন্স না থাকায়, মোটরযানের রেজিষ্ট্রেশন ও অন্যন্যা কাগজ পত্রাদি না থাকায়, মোটরযান ড্রাইভিং এর সময় হেলমেট ব্যবহার না করার অপরাধে সড়ক পরিবহন আইনের আওয়াতায় ২০১৮ এর ৬৬, ৭২ ও ৯২ ধারায় ৯ জন ব্যক্তিকে মোট ২১০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও উপস্থিত সকলের মাঝে নিবার্হী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া বলেন, মোটরযান আইন মেনে গাড়ি চালনার বিষয়ে কঠোরভাবে সচেতন করা হয়, এবং আইন অমান্যকারিদের কঠোর হস্তে দমন করার হুশিঁয়ারী দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় এতে আরো উপস্থিত ছিলেন, ফেনী (বিআরটিএ) মোটরযান পরিদর্শক মোঃ জমির উদ্দিন, ছাগলনাইয়া থানা এসআই ইয়াসির আরাফাত সহ মোটরযান নিয়ন্ত্রন কর্মকর্তাগন।