সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: পুষ্টিসেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রালয়’র বাস্তবায়নে, ৬ থেকে ১১ মাস, ১২ থেকে ৫৯ মাস বয়সি সকল শিশুদের আগামী ১১ জানুয়ারি সারাদিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে. তারই পরিপ্রেক্ষিতে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এডভোকেসী সভা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি ) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শিহাব উদ্দিন’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র নবাগত ডাঃ চম্পা কুন্ডু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ, শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আখতার শিল্পী।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাব ‘র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি মোঃ শেখ কামাল ও মুহাম্মদ আবুল হাসান, রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক মাহবুব, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবুল্লাহ বাদশা চৌধুরী, ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক জাকির হোসেন সোহাগ, পরিবার পরিকল্পনা’র ডাঃ জহির আহমেদ সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে এ ক্যাপসুল শিশুর উপকারিতা সম্বন্ধে প্রজেক্ট’র মাধ্যমে উপস্থাপন করেন ডাঃ তাসনিহা তারান্নুম। এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, পরিবার পরিকল্পনার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি সহ আরো অনেকেই।