ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকারঃ
ময়মনসিংহের নান্দাইলে গাজীপুর জেলার কালিগঞ্জের মরাশ বাগে জান্নাত আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় নান্দাইলের শিশু আদিল (৩) এর হত্যাকারীদের দ্রুত বিচার আইনে ফাসিঁর দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার নান্দাইল উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে
ঘন্টাব্যাপী মানবন্ধন শেষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এক স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করেন।
উক্ত মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে
বিভিন্ন পেশাজীবির সাধারনমানুষ,রাজনৈতিকনেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রবৃন্দ সহ নান্দাইলে কর্মরত মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত থেকে উক্ত হত্যার
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আদিলের হত্যাকারী গ্রেফতারকৃত সিলেট হবিগঞ্জের জুনায়েদ আহম্মেদ ও খাইরুল ইসলামের সর্বোচ্চ শাস্তি ফাসিঁর দাবী
জানান। মাওলানা আমরুল্লাহর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নান্দাইল পৌরসভা মেয়র রফিক উদ্দিন ভুইয়া, পৌর কমিশনার খাইরুল ইসলাম মানিক, রেজাউল করিম ভূইয়া রিপন, সাংবাদিক ফজলুল হক ভূইয়া,ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সালাম, মাও. গোলাম মোস্তফা, তাবারক হুসাইন, অধ্যক্ষ এনামুল হক, আবুল হাসেম ও
নিহত শিশু আদিলের পিতা মাও. জুবায়ের আহম্মেদ প্রমুখ। উল্লেখ্য গত বুধবার (১লা জানুয়ারি) শিশু আদিলকে নির্মমভাবে হত্যা করে মাদ্রাসার ওয়ার্ডরোবের ভিতর রেখে দেয় মাদ্রাসার সহকারী জুনায়েদ আহম্মেদ ও মোয়াজ্জেন খাইরুল ইসলাম। পরে স্থানীয়দের সন্দেহে তাদের আটক করে শিশু আদিলের লাশ উদ্বার করে থানা পুলিশকে খবর
দেওয়া হয়। পুলিশ জুনায়েদ ও খাইরুল ইসলামকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করে।