সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: “মাদককে রুকবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই স্লোগাণকে সামনে রেখে নওগাঁর সাপাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মদক দ্রব্য নিয়ন্ত্রনে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদান করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী
এসময় সেখানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার প্রমূখ।
এছাড়াও নওগাঁ জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জন প্রতিনিধি, সূধীজন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি হিসাবে মন্ত্রী জবাই বিল মৎস্যচাষ উন্নয়ন প্রকল্পের ২০ তম মৎস্য আহরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।