সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে অবস্থিত ঐতিহাসিক জবাই বিলে আর্ন্তজাতিক মানের ইকো পার্ক তৈরি’র পরিকল্পনার কথা জানিয়েছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জবাই বিল মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের ২০ তম মৎস্য আহরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিলে খাল খনন, বাধ নির্মান সহ একটি সুইস গেট তৈরি করা হবে যাতে পানি সারা পানি বদ্ধ থাকবে। পানি বদ্ধ রাখা গেলে বিলটি সমূদ্র সৈকতের মত দেখা যাবে এতে সমূদ্রের মত ঢেউ দেখা না গেলেও জেনেভার লোজানের মত শত শত স্পীট বোর্ড বা নৌকা চলাচলের ব্যবস্থাও করা হবে।
তিনি বলেন, একেবারে সম্ভব না হলেও বিলটিতে পর্যায়ক্রমে আর্ন্তজাতিক মানের ইকো পার্ক সহ লেক এ রূপদান করতে প্রয়োজনীয় পরিকল্পনা আমার আছে।
এছাড়াও মন্ত্রী আরো বলেন, জবই ব্রিজ নাম পরিবর্তন করে জন নেতা মরহুম আব্দুল জলিল ব্রিজ নাম করন করা হবে।
এসময় নওগাঁ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি বে-সরকারি কর্মকর্তা, আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ, গনমাধ্যম কর্মীবৃন্দ সুধী জন, স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।