প্রতিভা যুব সংস্থার উদ্যোগে সোমবার ৩০ শে ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, শীতবস্ত্র বিতরণ ও মৎস্য প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ বেলায়েত হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি জসিম মাহমুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সহ সংগঠনের সদস্য বৃন্দ।
ফেনী জেলা এনজিও ফেডারেশন প্রতিষ্ঠাতা কাজী সালাহ উদ্দিন নোমান’র’সভাপতিত্বে ও প্রতিভা যুব সংস্থা’র নির্বাহী পরিচালক মোঃ শহিদুল ইসলাম সঞ্চালনায় করেন।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। ৩০ জন বেকার যুবককে মৎস্য চাষ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব তার বক্তব্যে বলেন এসমস্ত সংগঠনের মাধ্যমেই শীতার্তদের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং সকল সংগঠন কে এভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব উন্নয়নের মাধ্যমে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে স্বল্প সুদে ঋণ প্রদান করছে আর্থিক সাবলম্বী হওয়ার লক্ষে।