সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ছাগলনাইয়া কিশোরী ক্ষমতায়ন অধিকার সমুন্নতকরন রাখতে এক মতবিনিময় সভা শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ছাগলনাইয়া উপজেলা মিলানয়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী ১ আসন’র সংসদ সদস্য ও জাসদ’র কেন্দ্রীয় কমিটি’র সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
প্রধান অতিথির বক্তব্য বলেন, কিশোরীদের অবস্থান যদি আমরা সমস্ত বিষয়ে অবগত কিংবা জানার চেষ্টা না করি তাহলে দেশ ও জাতী অন্ধকারে চলে যাবে। তাই আমরা, সমাজ ও দেশের স্বার্থে কিশোরীদের আগামীদিনের জন্য নিরাপদ অবস্থান তৈরি করতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধান অতিথির বক্তব্য আরো বলেন কিশোরীদের পাশাপাশি কিশোর’র অনেক ক্ষেত্রে নির্যাতনের স্বীকার হয়ে আসছে তাদের প্রতিও আমাদের সচেষ্ট থাকতে হবে। তাই কিশোর, কিশোরী, বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে সমাজ, দেশ ও জাতী একসাথে কাজ করতে হবে, যেখানে থাকবেনা কোন বৈষম্য, ভেদাভেদ। তাই আমরা অধিকার আদায়ে ও সকল কিশোরী ও নারী নির্যাতন প্রতিরোধ করার প্রয়াসে দেশের বিভিন্ন জায়গায় কর্মসুচি দিয়ে জাগ্রত থাকতে হবে।
উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ফেনী জেলা জাসদ সভাপতি কাজী আবদুল বারি, কর্মজীবি নারী জোট’র সমন্বয়ক রোকেয়া সুলতানা আন্জু, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ, প্রেস ক্লাব’র সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল সহ প্রমুখ।
যুব জোট’র কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নুর’র উপস্থাপনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গনসাক্ষরতা অভিযান’র সমন্বয়ক রাজশ্রী গায়েন। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, উপজেলা জাসদ’র নেতৃবৃন্দ, নারী ও কিশোরী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।