হাজীগঞ্জ প্রতিনিধি
হাজীগঞ্জে শহীদ লিয়াকত স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় হাজীগঞ্জ উপজেলার কাঁকৈরতলা আলীম মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখানে ১১ টি প্রতিষ্ঠানের ২৪৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছে।
পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শন করেন স্মৃতি সংসদের উপ মহাপরিচালক এডভোকেট আবু নসুর তালুকদার, জেলা পরিচালক আবদুল কাদের,কেন্দ্র পরিদর্শক সাংবাদিক খালেকুজ্জামান শামীম। কেন্দ্র সচিব ছিলেন মুফতি মহিউদ্দিন আজমী, কেন্দ্র ইন চার্জ মো. মীর হোসাইন। হল পরিদর্শক নুরুন নবী সাজু, রাসেল বেপারী, শাহ পরান, মাও. বদিউজ্জামান। স্বেচ্চা সেবক ছিলেন শাকিল হোসেন, আরাফাত হোসেন, অমি, আবদুল লতিফ,বিল্লাল,ইলিয়াছ, মেহেদী হাছান, সিফাত ইসলাম প্রমূখ।
ক্যাপশন : হাজীগঞ্জের কাঁকৈরতলা আলিম মাদ্রাসায় শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন কেন্দ্রীয় উপমহাপরিচালক এড. আবু নসুর তালুকদার।