সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ছাগলনাইয়া প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রি শুরু করেছে ট্রেডিং করর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া ছাগলনাইয়া জমদ্দার বাজারে টিসিবির ভ্রাম্যমাণ দোকানের (ট্রাক) উদ্বোধন করেন। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া বলেন, পেঁয়াজের সমস্যা দুর করার জন্য টিসিবির মাধ্যমে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ৩৫ টাকা দরে প্রচুর মানুষ পেঁয়াজ কিনছে। টিসিবির পেঁয়াজ বিক্রিতে যাতে কোন ধরনের ঝামেলা না হয় সেজন্য পুলিশ সদস্যরা কাজ করছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ’র সভাপতি এনামুল হক মজুমদার, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহেমদ, ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ১নং দক্ষিন সতর পৌর কাউন্সিলর সামছুল হক, উপজেলা নির্বাহী অফিসার অফিস’র প্রসাশনিক কর্মকর্তা নুরুল হুদা। ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছেন টিসিবির ডিলার জমদ্দার বাজার’র বিশিষ্ট ব্যবসায়ী সোনালী টের্ডাস’র কর্ণধার হাজী পেয়ার আহম্মদ। কম দামে পেঁয়াজ ক্রয় করতে উক্ত স্থানে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়।