সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরে বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নে কস্তা ফাউন্ডেশন ও নিউ বাড ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেন এর আয়োজনে মহান বিজয় দিবস এবং শুভ বড়দিন উদযাপন করা হয়। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সন্মান প্রদর্শন করে এবং খ্রিষ্টান ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান শুভ বড়দিন উপলক্ষে ২৩-১২-২০১৯ইং রোজ সোমবার জোনাইলের নিউ বাড কিন্ডারগার্টেন মাঠ প্রাঙ্গনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কস্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডানিয়েল ডি কস্তার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র মোঃ জাকির হোসেন,বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.মিজানুর রহমান,এড.আরিফ সরকার নাটোর জর্জ কোর্ট। এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বড়াইগ্রাম,নগর,হরিপুর,চান্দাই,ছালিমপুর ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোমিন আলী,নিলুফার ইয়াসমিন,মকবুল হোসেন,আনিসুর রহমান খেচু,আব্দুল মজিদ,জোনাইল ইউপি আঃলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,আঃ যুবলীগের সভাপতি মোঃ আল-মামুন,সাধারণ সম্পাদক মাসুম হোসেন,ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন মহিন,সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম নিবির,জোনাইল ইউপি বিভিন্ন ওয়ার্ডের মেম্বর প্রমূখ।
জেমস্ স্কট ডি কস্তার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরনে নীরবতা পালন করা হয় এবং শুভ বড়দিন উপলক্ষে উপস্থিত সকলের মধ্যে পিঠা বিতরণ করা হয়।এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল দেশাত্মবোধক গান,রবীন্দ্র সংগীত,নজরুলগীতি,নৃত্য,কৌতুক ইত্যাদি।
উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি গণ অনুষ্ঠানের প্রশংসা করেন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মহান বিজয় দিবস এবং শুভ বড়দিনের শুভেচ্ছা জানান।