মোঃ জুয়েল রানা ( নীলফামারী প্রতিনিধি) নীলফামারীর সৈয়দপুরে ট্যাঙ্কলরীর চাপায় ব্যাটারিচালিত রিক্সাভ্যানের মহিলা যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে শহরের উপকন্ঠে সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী বাজারে কাছে বাদিয়ার মোড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে। এতে এক পথচারী নারী, রিকশাভ্যানে থাকা শিশুসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। প্রত্যন্তদর্শী সূত্রে জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুরস্থ পেট্রোলিাম তেল ডিপো থেকে একটি ট্যাঙ্কলরী (নম্বর: রংপুর- ঢ-০১-০০০১) তেল নিয়ে সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়ক হয়ে সৈয়দপুর শহরের দিকে আসছিল। ট্যাঙ্কলরীটি বেলা আনুমানিক সোয়া তিনটার দিকে সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের উল্লিখিত স্থানে পৌঁছে। ঠিক এ সময় এক নারী আমন ধানের নাড়ার বোঝাই (আমন ধানে গোড়া) একটি বিশাল বস্তা মাথায় নিয়ে সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়ক অতিক্রম করছিলেন। ওই নারীকে আকস্মিক মহাসড়ক অতিক্রমকারী করতে দেখে ট্যাঙ্কলরী চালক দ্রুত ব্রেক করলে ট্যাঙ্কলরীটির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ছিঁটকে পড়ে উল্টে গিয়ে যায়। এ সময় মহাসড়কের বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটো রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ওই রিকশাভ্যানে থাকা যাত্রী ফেন্সী আক্তার (৩২) ঘটনাস্থলে মারা যান। ওই রিকশাভ্যানে থাকা অপর যাত্রী ফেন্সীর স্বামী দিনাজপুরের পার্বতীপুরের হাবড়া এলাকার বাসিন্দা আবু মুসা (৩৫), মহসিন (৩১) বিথী (২৬), মাহি (৪), দীপ্তি (২৮) ও মহাসড়ক অতিক্রমকারী অজ্ঞাতনামা ওই নারী মারাত্মক আহত হয়েছে। দূর্ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নেয়া হয়। পরে সেখান আবু মুসা , মহসিন ও দীপ্তি দেবনাথকে গুরুতর অবস্থায় দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত অন্যরা সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।