নিয়ামুর রশিদ শিহাব, দৈনিক বাংলার অধিকার, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
গলাচিপায় ঝরে পড়া শিশুদের জন্য প্রতিষ্ঠিত স্বপ্নপূরণ বিদ্যা নিকেতনের কোমলমতি ৪০ শিক্ষার্থীকে শীতের প্রকোপ থেকে রক্ষার জন্য ব্যক্তিগত উদ্যোগে কম্বল দিয়েছেন গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমাম শিকদার। সোমবার সকালে পৌর এলাকার পুরাণ লঞ্চঘাট বটতলায় এসব শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা মহিলা কলেজের প্রভাষক ও সংবাদিক মোঃ হারুন অর রশিদ, বিদ্যালয়টির পরিচালক ও ৭১ টিভির সাংবাদিক সাকিব হাসান, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া ইমন, গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডা. সুব্রত দে, ডা. সুভাশিষ মজুমদার, ডা. মাইদুল হাসান চৌধুরী, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. হোসনে আল আহাদ সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগন।
উল্লেখ্য, ২০১৭ সালে গলাচিপার উদ্যোমী কিছু তরুণ-ছাত্র স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের ঝরে পড়া শিশুদের স্কুলমূখী করতে প্রতিদিন বিকেলে পাঠদান করাচ্ছে।