মোঃ জুয়েল রানা,(নীলফামারী প্রতিনিধি) ঃ
বছরের প্রথম দিনে বই উৎসব পালনে নীলফামারীর জেলার ৯০ ভাগ প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পৌছেছে শিক্ষার্থীদের নতুন বই। নতুন বছরের প্রথম দিনে উপজেলার ১৬৪টি প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠানের শিক্ষকরা ব্যস্ত সময় পার করছে।
উপজেলা শিক্ষা অফিস থেকে বইগুলো এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ বুঝে নিচ্ছে। ফলে প্রাথমিক পর্যায়ে ৭৯টি সরকারি, ১টি বেসরকারি, ৮৪টি কিন্ডার গার্টেন ও ৬০টি এনজিও স্কুলের শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে বই উৎসবের আনন্দে ভাসবে।
রহমতুল্ল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন জানান, এবারের বইগুলোর পাতা সুন্দর ও ছাপা ঝকঝকে। সামসুল হক মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ এম এ মুবিন সরকার বলেন, চাহিদা অনুয়ায়ী বই পেয়েছি।
বই বিতরণ সম্পর্কে জানতে চাইলে সহকারী উপজেলা শিক্ষ্ াকর্মকর্তা রুহুল আমিন প্রধান জানান, ১৪ ডিসেম্বর থেকে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের চাহিদা অনুযায়ী বই পৌঁছান শুরু হয়েছে। ৯০ ভাগ স্কুলে বই ইতিমধ্যে পৌছেছে। আজ সোমবার শতভাগ প্রতিষ্ঠানে বই পৌছানোর কাজ শেষ করা হবে।