স্বপন কুমার রায় খুলনা জেলা প্রতিনিধিঃ
ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধকালীন খুলনাঞ্চলের গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে স্থানীয় গণমাধ্যমকর্মী কাজী মোতাহার রহমানের গবেষণা গ্রন্থ “খুলনার গণমাধ্যম ঃ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ” এর মোড়ক উম্মোচন অনুষ্ঠান আজ (সোমবার) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, খুলনার গণমাধ্যমকর্মীরা সবসময় স্বাধীনতা, প্রগতি ও উন্নয়নের পক্ষে থেকে অবহেলিত খুলনার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ধারাবাহিক ও গ্রহণযোগ্য ইতিহাস তুলে ধরার কঠিন কাজটি এ বইয়ের মাধ্যমে হয়েছে। অনেক অজানা ইতিহাসে সমৃদ্ধ বইটি আগামী প্রজন্মের জন্য দলিল হয়ে থাকবে।
অনুষ্ঠানে জানানো হয়, ১৯৪৮ থেকে ১৯৭১ পর্যন্ত খুলনার পত্র-পত্রিকা, বেতার ও সাংবাদিকদের ভূমিকা সম্পর্কিত তথ্য বহুল বইটিতে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এলাকার ভাষা সৈনিক, শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা, ছয় দফা আন্দোলন, খুলনায় ১৯৭১ সালে ১৭ ডিসেম্বর পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণ, মুক্তিযুদ্ধকালীণ রেডিও পাকিস্তান খুলনা কেন্দ্রের ভূমিকা এবং সংবাদপত্রে প্রকাশিত খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের যুদ্ধাপরাধীদের তালিকাসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে।
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল,খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, সাপ্তাহিক কোলাহল পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান। অনুষ্ঠানে স্বাগত জানান দৈনিক কালান্তর পত্রিকার সম্পাদক ও গ্রন্থটির প্রকাশক কাজী তারিক আহমদ।
.( তথ্যবিবরনী পিআইডি খুলনা)।