হাসানুজ্জামান, চাঁদপুর থেকেঃ
চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজি-হাইড্রোলিক ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেল পৌনে ৪ টায় উপজেলার মেহের-পানিওয়ালা সড়কের ছিকোটিয়া জয়হরি বাড়ির সামনে ঘটে।
জানা যায়, ওই সময় শোরসাক থেকে শাহরাস্তি গেইট গামী সিএনজির সাথে বিপরীত থেকে আসা হাইড্রোলিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছে। ওই সময় স্থানীয় জনতা ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করে। ঘটনায় উপজেলার নিজমেহার ঢ়াড়িবাড়ির সুমনে কন্যা মোহনা (১৪) নিহত হয় এবং তার মা ঝর্ণা আক্তার (৩০) গুরুতর আহত হয়। অন্যদিকে ওই সিএনজিতে থাকা একই গ্রামের নজরুল ইসলামের কন্যা সাথী আক্তার (১০) ও প্বার্শবর্তি হাজিগঞ্জ উপজেলার গন্ধ্যবপুর গ্রামের নিখিল চন্দ্র দাসের কন্যা ঝর্ণা রাণী দাস (২৫) গুরুতর আহত হয়।
আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার রোগিদের শারীরিক অবস্থার অবনতিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে সিএনজির ড্রাইভারকে তার আত্মীয় স্বজন গুরুতর অবস্থার দরুন সরাসরি কুমিল্লায় নিয়ে যায়। দূর্ঘটনায় ড্রাইভারসহ সকল যাত্রী হতাহত হলে মোহনার ছোট বোন জান্নাত (২) তার মায়ের কোল থেকে ছিটকে পড়লে স্থানীয় জনতা তাকে অক্ষতাবস্থায় উদ্ধার করে।
খবর পেয়ে শাহরাস্তি থানার এসআই সৈকত দাস গুপ্ত সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে যান এবং নিহত ও আহতদের নাম-তালিকাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ৩জনের মধ্যে সাথী আক্তার ও ঝর্ণা আক্তারের মাথায় মারাত্মক জখম জনিত কারনে অবস্থা আশংকাজনক।
এসআই সৈকত দাস গুপ্ত বলেন, নিহত মোহনা প্রকাশ্যে ও সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার কারনে এবং তার পিতা সুমনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ব্যতিত মরদেহ পরিজনের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় নিহত মোহনার পিতা বাদী হয়ে থানায় একটি অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।
দূর্ঘটানার খবর শুনে আত্মীয়-স্বজন হাসপাতালে ছুটে আসেন এবং তাদের হাহাকার আর ক্রন্দনে চারপাশ স্তব্দ হয়ে উঠে।