সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলার আঞ্চলিক ভাষার ফেইসবুক গ্রুপ
“হামাকে লগাঁও” সেচ্ছাসেবীদের নিয়ে গঠিত NAOGAON ONLINE HELP CENTER টীমের পক্ষ হতে ১৯ ডিসেম্বর জেলার মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ মাঠে ২৫ জন অসহায় গরিব দুঃখিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে টীমের অন্যতম ক্ষুদ্র সদস্য শাকিল আহম্মেদ এর উদ্যোগে টীমের অন্যতম সদস্য হাসান আলী, মিথিলা খন্দকার, মোহাম্মদ রাইহান, মোহাম্মদ সাজেদুর রহমান, আবির হাসান এর নেতৃত্বে শীত বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন টীমের সদস্য সজিব হোসেন, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, ইউনুস আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় স্বেচ্ছাসেবী সোহেল রানা, সাইমুল আপন, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, উক্ত স্কুলের শিক্ষক জালাল হোসেন, উক্ত কলেজের শিক্ষক তাপষ কুমার রায় ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় স্বেচ্ছাসেবী টীমের সদস্যরা বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থী ও সকল শ্রেণির মানুষেরা সোশ্যাল মিডিয়া ফেইসবুক ব্যবহার করেন। আমাদের প্রত্যাশা ফেইসবুকে অযথা সময় নষ্ট না করে, মানব সেবার কাজে নিয়োজিত থাকার। আমরা চেষ্টা করি সামাজিক যোগাযোগের মাধ্যমে মানবতার পাশে দাঁড়াতে। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই না, আমরা আমাদের স্বেচ্ছাসেবী টীমের মাধ্যমে আমাদের সামর্থনুযায়ী নওগাঁ জেলার অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
আমাদের সংগঠনের ভিশন “সমৃদ্ধ নওগাঁ জেলা গড়তে কাজ করবো- মানবতার কল্যাণে” মেনে আধুনিক নওগাঁ —গড়ে তোলার চেষ্টা করবো, এজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।