কচুয়ায় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস উদযাপন -দৈনিক বাংলার অধিকার
মো: মাসুদ রানা,কচুয়াঃ
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার দিনব্যাপী কলেজ মিলনায়তনে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লার সভাপতিত্বে ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা,আবুল খায়ের,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন সরকার,সাবেক সাধারন সম্পাদক হাবিব মজুমদার,ইউনিয়ণ যুবলীগের যুগ্ন আহ্বায়ক আনিছুর রহমান স্বপন,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেনসহ আরো অনেকে।
পরে বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় কলেজের সহকারী অধ্যাপক, ফজলুর রহমান,ফানাউল্যাহ,দেলোয়ার হোসেন,নজরুল্ ইসলাম,নুরুজ্জামান,রঙ্গলাল দত্ত,প্রভাষক রণজিত দত্ত,ইউনুুছ মোল্লা,সেলিম হোসেন,ইয়াছিন মিয়া, মকিম বেপারী, কবির হোসেন,সহকারী অধ্যাপক কুদ্দুস হোসেন,ধনঞ্জয় চক্রবর্তী,ইকবাল আহমেদ মিঠ,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।