সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি:
মেধাবী মুখ খুঁজে বের করে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষে নওগাঁর সাপাহারে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও আসিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা ৬ ইউনিয়নে ৬ টি কেন্দ্রে ৮৯৪ জন ৭ম শ্রেনীর শিক্ষার্থীর অংশগ্রহনে এ মেধা বৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়।
আগামী ২৫ ফেব্রুয়ারী এ পরীক্ষার ফলাফল প্রকাশ করে মেধাবীদের হাতে নগদ অর্থ সহ অন্যান্য শিক্ষা উপকরণ তুলে দেওয়া হবে।
সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা কৃষি অফিসার মুজিবুর রহমান, সমিতির সভাপতি লুৎফর রহমান, সাবেক সভাপতি মাইনুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবারক আলী, বৃত্তি পরীক্ষার আহবায়ক আনসার আলী, আল-হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধক্ষ্য মাহাবুবুল আলম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ।
পরিদর্শন শেষে ইউএনও কল্যাণ চৌধুরী বলেন, ‘ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী মুখগুলোকে খুঁজে বের করতে একটি অনন্য কাজ এ মেধা বৃত্তি পরীক্ষা। আশা করি, এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা ও জ্ঞান দেশ, জাতি, সমাজের কল্যাণে নিবেদিত করবে।’
সমিতির সাধারণ সম্পাদক মোবারক আলী বলেন, ‘বিশ্বজুড়ে প্রতিভাবান বাঙালিরা স্বাক্ষর রাখছেন স্বীয় মেধা, যোগ্যতা আর প্রতিভার। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষক থেকে শুরু করে বিশ্বখ্যাত ইউটিউবের সহ-উদ্যোক্তা আমাদের বাঙালি। বিশ্বব্যাপী শত শত দৃষ্টান্তের মালিক এখন বাঙালিরা। এ মেধা বৃত্তি পরীক্ষার মাধ্যমে খুঁজে বের করতে চায় জাতির এ মেধাবী মুখগুলোকে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সুন্দরভাবে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’