ঢাকারবিবার , ১৫ ডিসেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে জেলার সকল পেট্রোলপাম্প। -দৈনিক বাংলার অধিকার।

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ১৫, ২০১৯ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জুয়েল রানা ( নীলফামারী প্রতিনিধি) ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে নীলফামারীতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে জেলার সকল পেট্রোলপাম্প।
আজ রোববার বিকালে জেলা শহরের বাদিয়ার মোড়ে মুক্তা পেট্রোলপাম্পে ওই কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, রবিউল ইসলাম, রুহুল আমিন, নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, ট্রাফিক পুলিশের পরিদর্শক সেলিম আহমেদ, আজাদ হোসেন খান প্রমুখ।
পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, ‘সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের পূর্বে গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পেট্রোল পাম্পের নিরাপত্তা এবং হেলমেট ছাড়া পেট্রোল দেওয়া হচ্ছে কিনা সেটি মনিটরিং করতে এ পেট্রোল পাম্পে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
জেলায় মোট ৩৯টি পেট্রোল পাম্প রয়েছে। এরমধ্যে রবিবার পর্যন্ত ১৯টি পেট্রোল পাম্পে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রম বাকিগুলোতে স্থাপন করা হবে। পেট্রোল পাম্প মালিক নিজ্স্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপন করছেন বলে জানান পুলিশ সুপার।

Don`t copy text!