স্টাফ রিপোর্টার,কচুয়াঃ
‘মানবাধিকার সু-রক্ষায় তারুন্যের অভিযোগ’ এ প্রতিপাদ্যতে সামনে রেখে মঙ্গলবার চাঁদপুরের কচুয়ার রহিমানগরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে। আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাইন্ডেশনের উদ্যোগে রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ গেইটের সম্মুখ থেকে সকাল ১১টায় বনার্ঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি রহিমানগর বাজার এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাইন্ডেশনের কেন্দ্রীয় উপ-পরিচালক মো. হারুনুর রশিদের সভাপতিত্বে ও রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. আনিসুর রহমান জসিমের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,সাবেক ইউপি চেয়ারম্যান মো. আমিন হোসেন,রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন মজুমদার, উপাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, কচুয়া থানার এসআই কাজী হুমায়ুন কবির, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, যুগান্তরের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নু, সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নেতা প্রিন্স মাহমুদ মানিক ও মানবাধিকার কর্মী শাহাদাত হোসেন রতন প্রমুখ।
উক্ত র্যালী ও আলোচনা সভায় রহিমানগর কলেজ, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় ও হাজী চাঁদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ শত শত শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
কচুয়া: কচুয়ার রহিমানগর বাজারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বনার্ঢ্য র্যালী।