সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ছাগলনাইয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজনে রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে রবি ১৯-২০ মৌসুমে সরিষা, চীনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও রাসায়নিক সার সহায়তায় প্রনোদনা উদ্ভোধণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র পক্ষে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদিয়া আক্তার তানিয়া। উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ফারুক’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ’র সভাপতি এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সম্পাদিকা বিবি জোলেখা আক্তার শিল্পী।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ। অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করা হয়।