মামুনুর রশিদ, ত্রিশাল:
১৯৭১ সালের ৯ ডিসেম্বর এই দিনে ময়মনসিংহের ত্রিশাল থানা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল।
ওই দিন রাতে মেজর আফসার বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার আনছার উদ্দিন ও কমান্ডার আব্দুল বারীর নেতৃত্বে নওধার হয়ে সুতিয়া নদী পাড় হয়ে ত্রিশাল থানায় মুক্তিযোদ্বারা হামলা করে। ভোর পর্যন্ত গুলি বিনিময় শেষে রাজাকাররা আত্মসমর্পণ করে এ সময় কয়েকজন রাজাকার পালিয়ে যায়। সকালে মুক্তিযুদ্ধের সংগঠক ও তৎকালীন ত্রিশাল থানা আওয়ামী লীগ সভাপতি জৈমত আলী ৯ই ডিসেম্বর সকালে স্থানীয় নজরুল একাডেমী মাঠে প্রথম পতাকা উত্তোলন করেন।
এ সময় ১০ রাজাকারকে আটক করতে সক্ষম হয় মুক্তিবাহিনী। আনন্দ উল্লাসের সময় নিজের বুলেটে বিদ্ধ হয়ে ফুলবাড়িয়ার গিয়াস উদ্দিন নামে এক মুক্তিযোদ্ধা শহীদ হয়। ওই দিন থেকে বিজয়ের মাসের ৯ই ডিসেম্বর ত্রিশাল মুক্ত দিবস হিসেবে পালিত হয় । মুক্ত দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংগঠক মোহাম্মদ আলী মাস্টারের মাজার জিয়ারত এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন স্থানীয় উপজেলা প্রশাসন।