ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা যুবদলের মশাল মিছিল-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ৭, ২০১৯ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

সুশীল চন্দ্র দাস
হবিগঞ্জ প্রতিনিধি :
খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জে জেলা যুবদলের মশাল মিছিল
কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সন্ধ্যায় হবিগঞ্জ শহরের প্রধান সড়কে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল হবিগঞ্জ জেলা শাখা। জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতুর নেতৃত্বে মশাল মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌধুরী বাজার খোয়াই মুখ পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তরা বলেন, আজকে আমরা মশাল মিছিল করলাম। এটা হচ্ছে আমাদের দ্রোহের আগুন, অন্যায়ের বিরুদ্ধে আগুন। এই আওয়ামী সরকার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রেখে হত্যার ষড়যন্ত্র করছে। তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলেও চিকিৎসা দেওয়া হচ্ছে না। বক্তরা আরো বলেন, রাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে এই ক্ষমতাকে সুরক্ষিত রাখতে এই সরকার প্রতিবেশী দেশকে সব উজাড় করে দিচ্ছে। এই সরকারের বিরুদ্ধে যেকোনো প্রতিবাদ করার জন্য যুবদলের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত। মশাল মিছিলে জাতীয়তাবাদী জেলা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

Don`t copy text!